যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ইমরানা জামান চৌধুরী সম্প্রতি তিনটি বিলাসবহুল সম্পদের মালিকানা পরিবর্তন হয়েছে। এর মূল্য প্রায় তিন কোটি পাউন্ড (প্রায় ৫০০কোটি টাকা)।
যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট কোম্পনিজ হাউসের তথ্যানুযায়ী, আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানি ‘রনি ৪২ লিমিটেড’-এ ১৯ সেপ্টেম্বর বড় ধরনের পরিবর্তন এসেছে। ওই দিন আনিসুজ্জামান কোম্পানিটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। একই দিনে আজারবাইজানের নাগরিক নাসিব পিরিয়েভ পরিচালক হিসেবে কোম্পানির একক নিয়ন্ত্রণ পেয়েছেন। কোম্পানির নতুন নাম হয়েছে ‘পিএনএন ইউকে প্রোপার্টিজ লিমিটেড’।
২০১৯ সালের ২২ আগস্ট ‘রনি ৪২ লিমিটেড’ নিবন্ধিত হয়েছিল। কোম্পানির নাম নতুন হলেও নিবন্ধন নম্বর অপরিবর্তিত রয়েছে।