বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা, ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৬

ভারতের তামিলনাড়ুর কারুর রাজ্যে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতির সমাবেশে পদদলনে ৪০ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।


মামলায় বিজয়ের দলেই শীর্ষ দুই নেতাসহ সাত জনের নাম এসেছে।


এনডিটিভি লিখেছে, পুলিশের করা মামলায় আসামি করা হয়েছে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সাধারণ সম্পাদক এন আনন্দ ও পুদুচেরির সাবেক বিধায়ক বুসি আনন্দ, দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিটি নির্মল কুমার, পশ্চিম কারুর জেলা সম্পাদক মাথিয়াজগন এবং আরও তিনজনকে।


এদিকে, এই ঘটনায় নিহতদের পরিবার প্রতি ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয় থালাপতি।


শনিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রধান বিজয় এক্স পোস্টে বলেছেন, “পরিবারের একজন সদস্য হিসেবে নিহতদের পরিবার প্রতি ২০ লাখ এবং আহতদের ২ লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এটি ক্ষতির তুলনায় নগণ্য হলেও এই মুহূর্তে দায়িত্ব পালনের জন্য আমি পাশে দাঁড়াচ্ছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও