নির্বাচন নিয়ে উত্তেজনা অনেকটাই কমে এসেছে। নাটকীয় কিছু না ঘটলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের পরিচালক পদে ভোটাভুটি হবে না। কারণ, এই তিন বিভাগে পরিচালক পদ চারটি। মনোনয়নপত্রও জমা পড়েছে চারটি। মনোনয়নপত্র যাচাই–বাছাই ও প্রত্যাহারের পর বোঝা যাবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও কতজন নির্বাচিত হবেন।
খুলনা থেকে দুজন, বরিশাল ও সিলেট থেকে পরিচালক হবেন একজন করে। এই তিন বিভাগে পদের বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় যাঁরা জমা দিয়েছেন, তাঁদের মনোনয়নপত্র বৈধ হলে তাঁরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন। খুলনা বিভাগে মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জুলফিকার আলী খান এবং খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর জাতীয় দলের সাবেক ক্রিকেটার খান আবদুর রাজ্জাক। রাজ্জাক গতকালই বিসিবির নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন।
বরিশাল বিভাগ থেকে একটিমাত্র মনোনয়নপত্র কিনেছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শাখাওয়াত হোসেন। তিনি আজ সেটি জমা দিয়েছেন। সিলেট বিভাগ থেকে একমাত্র মনোনয়নপত্রটি জমা দিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর রাহাত সামস। নির্বাচন কমিশন বলেছে, যেখানে পদের বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা পড়েনি, সেখানে ‘বিধি মোতাবেক’ ব্যবস্থা গ্রহণ করা হবে।