তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) আয়োজিত জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, জনতার ভিড়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয় এবং মুহূর্তেই পদদলিতের ঘটনা ঘটে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার মানুষ জমায়েত হয়েছিল। থালাপতি বিজয় নামাক্কাল থেকে ফেরার পথে করুরে ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি পৌঁছাতে দেরি করেন সাত ঘণ্টারও বেশি। এর মধ্যেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর এনডিটিভির।
অতিরিক্ত ভিড় ও গরমে মানুষেরা দমবন্ধ অনুভব করতে শুরু করলে বিজয় ভাষণ থামিয়ে বোতলে করে পানি ছুঁড়ে দেন জনতার দিকে, যা ভিডিওতে ধরা পড়েছে।
ডিএমকে নেতা ভি সেন্টিল বলাজি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তথ্য জানার জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় রাজ্য সরকারের কাছে প্রতিবেদন চেয়েছে।