পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে দিচ্ছে ডেঙ্গু

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৮

সারা বাড়ি জুড়ে মাকে খুঁজে ফিরছে ছোট্ট নিশান। কোথাও পাচ্ছে না। মাকে না পেয়ে তার কান্না থামছেই না।


নিশানের বাবা স্বপন মিয়া দুই বছর বয়সী নিশানকে নানাভাবে ব্যস্ত রাখার চেষ্টা করেন। কিন্তু নিশানের চোখ সবসময় খুঁজে বেড়ায় মাকে।


মাত্র ছয় দিন আগে মাকে হারিয়েছে নিশান। তার মা শারমিন আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে।


গাজীপুর বোর্ডবাজার এলাকার একটি পোশাক কারখানার মেকানিক ৩৪ বছর বয়সী স্বপন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে সবচেয়ে কঠিন সময় কাটাই। নিশান অস্থির হয়ে ওঠে।'


স্বপন তাকে কোলে নিয়ে হাঁটতে থাকেন; হাঁটুর ওপর বালিশ বিছিয়ে সেখানে নিশানকে শুইয়ে ধীরে ধীরে দোলাতে দোলাতে শান্ত করার চেষ্টা করেন।


'কিন্তু সে ঘুম থেকে জেগে উঠে মায়ের দুধের জন্য কাঁদে। প্রচণ্ড কাঁদে। বড় ছেলেটা বুঝতে পারে যে তার মা আর নেই। কিন্তু এই ছোট্ট শিশুকে কীভাবে বুঝাব?', বলেন স্বপন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও