সাদিও মানে আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে আল-নাসর ২-০ গোলে হারালো আল-ইত্তিহাদকে। শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে এই জয়ে রিয়াদের ক্লাব তিন পয়েন্টে এগিয়ে উঠে গেল শীর্ষে।
ম্যাচের নবম মিনিটেই মানে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৩৫তম মিনিটে তার ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। পর্তুগিজ তারকার এটা ছিল মৌসুমের চতুর্থ গোল। শীর্ষ গোলদাতার তালিকায় তিনি এখন দ্বিতীয়, তার সতীর্থ জোয়াও ফেলিক্স এক ধাপ এগিয়ে আছেন।
মানের গোলের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল-নাসর। একের পর এক আক্রমণে চাপ বাড়ায় তারা। ফেলিক্স কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলেও মানে আর রোনালদোর জুটি ব্যবধান গড়ে দেয়।