ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনির ওপর নজরদারির অভিযোগে ইসরায়েলি সামরিক বাহিনীর পরিষেবা সীমিত করছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার, এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ার ব্র্যাড স্মিথ।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ব্লগ পোস্টে তিনি লিখেছেন, গত ৬ আগস্ট দ্য গার্ডিয়ান, +972 ম্যাগাজিন এবং হিব্রু ভাষার সংবাদমাধ্যম লোকাল কলের যৌথ অনুসন্ধানে বেরিয়ে আসা তথ্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য কিছু পরিষেবা (ক্লাউড স্টোরেজ ও এআই পরিষেবা) বন্ধ ও ডিস্যাবল করেছে মাইক্রোসফট।