 
                    
                    ‘আল্পনা’ সিনেমা হল এখন ‘তাবলিগী মার্কাজ মসজিদ’
নড়াইলের কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হলটিতে ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’ এর পক্ষে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়ে ধর্ম প্রচারের জন্য দাওয়াতি কেন্দ্র বা তাবলিগী মার্কাজ মসজিদ করেছেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান বলেন, “এখন থেকে ২০ বছর আগে ‘আল্পনা’ সিনেমা হল ছিল। সেটি বন্ধ। কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে শুনেছি।”
যে ভবনটিতে সিনেমা হল ছিল, সেখানে একটি নামফলক রয়েছে। ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে এর উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক ম শাফায়াত আলী। পরে এখানে সিনেমা হল হয়। প্রায় দুই দশক ধরে এটি খালি পড়ে আছে বলে স্থানীয়রা জানান।
ভবনটি জরাজীর্ণ। সিনেমা হলকে কেন্দ্র করে যেসব দোকানপাট বসেছিল সেগুলো উঠে গেছে। আশপাশে জঙ্গলে পরিপূর্ণ। খুব বেশি লোকজনের চলাচল নেই এই রাস্তা ধরে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                