You have reached your daily news limit

Please log in to continue


এক বছরে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিস চেয়ে পুলিশে দুদকের চিঠি

গত এক বছরে ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই তালিকায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে।

হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দায়ের করা প্লট জালিয়াতি মামলার তদন্ত কর্মকর্তারা পুলিশ মহাপরিদর্শককে গত সেপ্টেম্বরে এ সংক্রান্ত চিঠি পাঠায়।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী জীশান মীর্জার বিরুদ্ধেও রেড নোটিস জারির পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক।

এদের বাইরে আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং তার দুই ভাই গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে বৃহস্পতিবার রেড নোটিস জারির আদেশ দেয় আদালত।

শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারির চিঠিতে দুদক বলছে, “মামলার তদন্তকালে জানা যায়, এজাহারনামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন