সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি 'অমানবিক' ভিডিও নিয়ে দেশে তোলপাড় শুরু হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সাধুর মতো দেখতে বয়োজ্যেষ্ঠ একজন পথচারীকে ধরে জোরপূর্বক চুল কেটে দিচ্ছেন তিন ব্যক্তি। সাধু লোকটি অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে পারেননি। শেষে অসহায় আত্মসমর্পণের একপর্যায়ে তার মুখ থেকে বেরিয়ে আসে করুণ আর্তনাদ 'আল্লাহ তুই দেহিস'।
ঘটনাটি গত ঈদুল আজহার আগের। ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগীর নাম হালিম উদ্দিন আকন্দ (৭০)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর ভক্ত ও নকশবন্দিয়া তরিকার অনুসারী হালিম উদ্দিন দীর্ঘ ৩৭ বছর ধরে চুলে জটা রাখছিলেন। একসময় কৃষিকাজে যুক্ত থাকলেও এখন তিনি সাদামাটা ও আধ্যাত্মিক জীবনযাপন করেন।