তাহসান-সৃজিতকে নিয়ে ‘না বলা কথা’ শোনাবেন মিথিলা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩২

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও রয়েছে তার পরিচিতি। এদিকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জনের পর ‘ডক্টর’ উপাধি পেয়ে নিজেকে আরও সাফল্যমণ্ডিত করেছেন; আর এই অর্জনের পর প্রথমবারের মতো হাজির হচ্ছেন টেলিভিশনের পর্দায়।


শোনা যাচ্ছে, মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর একটি পর্বে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। পর্বটি আগামী শনিবার প্রচারের কথা রয়েছে। এরই মধ্যে অনুষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক সংবাদমাধ্যমে উঠে এসেছে মিথিলার সঙ্গে আলোচনার বিষয়বস্তু।


জানা গেছে, রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বে মিথিলার সঙ্গে চলেছে খোলামেলা আড্ডা; তাকে ঘিরে চলা সমালোচনা তিনি কীভাবে সামলান, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার জীবন কেমন চলছে, সে বিষয়েও চলেছে আলোচনা। এদিন মিথিলা তার প্রাক্তন স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন— তা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও