ফ্যাটি লিভারের ব্যথা ও অন্যান্য কারণে পেটব্যথার পার্থক্য বোঝা এত জরুরি কেন
পেটব্যথা আমাদের জীবনে খুব সাধারণ সমস্যা, তবে সব পেটব্যথাই কিন্তু গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে হয় না। কখনো কখনো লিভারের অসুখ, বিশেষ করে ফ্যাটি লিভারের কারণে হতে পারে। ফ্যাটি লিভার সাধারণত অনাবিষ্কৃতই থাকে এবং প্রাথমিকভাবে উপসর্গ কম দেখায়। তাই অনেকেই এটিকে সাধারণ হজমজনিত সমস্যা ভেবে ভুল করেন। চলুন, জেনে নিই ফ্যাটি লিভারের ব্যথা ও পেটব্যথার আদ্যোপান্ত।
পার্থক্যটা কী
পেটব্যথায় ভোগেননি, এমন হওয়া অস্বাভাবিক। কখনো ভারী খাবার খাওয়ার পর, কখনো শরীরের সঙ্গে মানানসই না থাকা খাবারের কারণে, আবার কখনো মানসিক চাপ বা উদ্বেগের কারণে পেটব্যথা হয়। এসব সাধারণত হজমের সমস্যা, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, আলসারের মতো কারণে হতে পারে।
বেশির ভাগ সময় এসব তেমন গুরুতর নয়। কিন্তু সব পেটব্যথা আদতে পেট থেকে হয় না। কখনো কখনো শরীরের অন্য অঙ্গ থেকেও হতে পারে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো লিভারের অসুখ—ফ্যাটি লিভার ডিজিজ।
বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ফ্যাটি লিভার ডিজিজ, বিশেষ করে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি), যার নতুন নাম এমএএসএলডি। সাধারণত এ রোগ কোনো লক্ষণ ছাড়াই নীরবে থাকে, তবে কখনো ব্যথা বা অস্বস্তি দেখা দিলে অনেকেই তা সাধারণ পেটব্যথা বা হজমের সমস্যা ভেবে ভুল করেন।
কেন পার্থক্য বোঝা জরুরি
ফ্যাটি লিভারের ব্যথা সাধারণ পেটব্যথার মতো নয়। কারণ, দুটি সৃষ্টি হয় ভিন্ন অঙ্গ থেকে। ফলে লক্ষণ ও চিকিৎসার ধরনও আলাদা। এটিকে সাধারণ পেটব্যথা ভেবে ভুল করা হলে রোগ সঠিকভাবে শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি হতে পারে। তাই পেটব্যথা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ফ্যাটি লিভার
- পেট ব্যাথা