
রেকর্ড বৃষ্টিতে প্লাবিত কলকাতায় মৃত্যু বেড়ে ১২
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০
ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগে কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে কলকাতা ও আশপাশের এলাকা প্লাবিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বৃষ্টিতে শহরটির গুরুত্বপূর্ণ অনেকগুলো সড়ক তলিয়ে যায়, যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং বাসিন্দারা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন।
কলকাতায় ২৪ ঘণ্টায় প্রায় ২৫১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, এর মধ্যে বেশিরভাগটাই হয়েছে মঙ্গলবার ভোরের আগের কয়েক ঘণ্টায়। ১৯৮৮ সালের পর শহরটিতে এমন প্রবল বর্ষণ আর দেখা যায়নি বলে ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) আঞ্চলিক প্রধান এইচআর বিশ্বাসের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বৃষ্টি
- বৃষ্টি পরিস্থিতি