
বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট কবে-কোথায় পাওয়া যাবে
সিঙ্গাপুর ম্যাচের মতো এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৮ সেপ্টেম্বর থেকে কুইকেট ডট মি ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট।
সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ক্ষেত্রে নানা ধরনের জটিলতায় পড়ে বাফুফে। সেবার দায়িত্ব দেওয়া হয়েছিল টিকিফাইয়ের ওপর। টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে টিকিফাই। দুইদিন বিরতির পর ফের টিকিট কিনতে পারেন সমর্থকেরা।
তবে এবার এমন ঝামেলার সৃষ্টি হলে কুইকেটকে ১০ লাখ টাকা জরিমানা করবে বাফুফে। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আশা করি একদিনের ভেতরই সব টিকিট বিক্রি হয়ে যাবে। গতবার সিস্টেমের ঝামেলা না থাকলে এমনই হতো। এবার কোনো কারণে যদি তারা ব্যর্থ হয়, তাহলে তাদের ১০ লাখ টাকা জরিমানা করা হবে।’
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন