সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে আবুধাবিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের পথে টিকে রয়েছে সালমান আলী আঘার দল। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে এখন বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগারদের নিয়ে কথা বলেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।
দুবাইয়ে আগামীকাল (২৫ সেপ্টেম্বর)) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু হবে। ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শাহিন। বাংলাদেশের ছদ্মনাম হিসেবে ‘টাইগার’ শব্দটা উচ্চারিত হলে একটু অবাক হন তিনি। এ সময় জবাবে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘টাইগার কৌন, বাংলাদেশ? ওহ আচ্ছা, দুঃখিত।’