
নাথিং ইয়ার ৩ এলো বাজারে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
বাজারে এলো নাথিংয়ের নতুন ইয়ারবাড। নাথিং ইয়ার ৩ ইয়ারবাডটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন হতে চলেছে। এই ইয়ারবাডে চার্জিং কেসে একটি সুপার মাইক রয়েছে, যা স্পষ্ট কলের জন্য ৯৫ ডিবি পর্যন্ত শব্দ কমাতে পারে এবং তাৎক্ষণিক ব্যবহারের জন্য টক বোতাম দিয়ে এটি সক্রিয় করা যায়। এছাড়া আরও অনেক ফিচারে ঠাসা এই ইয়ারবাড।
ওএস চালিত ফোন ব্যবহারকারীরা নাথিং ইয়ার ৩ ইয়ারফোন দিয়ে সহজেই ভয়েস নোট রেকর্ড করতে পারবেন। নোটগুলো স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপ্ট হবে। প্রতিটি ইয়ারবাডে আছে ৩টি মাইক্রোফোন ও বোন-কন্ডাকশন ভয়েস পিকআপ ইউনিট, যা স্পষ্ট ভয়েস ক্যাপচার করে। এআই-ভিত্তিক নয়েজ ক্যান্সেলেশন বাতাসের শব্দ প্রায় ২৫ ডিবি পর্যন্ত কমিয়ে দেয়।