এবারের বিগ ব্যাশেও রিশাদ হোসেনকে নিয়েছে হোবার্ট হারিকেন্স। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে যে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন, সেটা মঞ্জুর হয়েছে বলে গতকাল বিসিবি সূত্রে জানা গেছে। রিশাদকে এবার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে খেলতে দেখা যেতে পারে।
আগস্টে আইপিএল ছাড়ার পরই অনেকটা ঝাড়া হাত-পা হয়ে যান অশ্বিন। চাইলে এখন তিনি ভারতের বাইরে বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন। এখানেই যে তিনি মধুর সমস্যায় পড়েছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ নাকি সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি—কোনটা খেলবেন নাকি দুটিই খেলবেন, সেটা নিয়েই এখন দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন বলে ক্রিকবাজের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে। ক্রিকবাজ জানিয়েছে, অশ্বিন আইএল টি-টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন। একই সঙ্গে তাঁর বিগ ব্যাশে খেলার সম্ভাবনাও রয়েছে। সিডনি সিক্সার্স, সিডনি থান্ডার্স, হোবার্ট হারিকেন্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স—এই চার ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ভারতীয় এই তারকা স্পিনার প্রস্তাব পেয়েছেন বলে শোনা যাচ্ছে।