
নিউইয়র্কে ইরানি কূটনীতিকদের শপিংয়ে নিষেধাজ্ঞা
bangla.thedailystar.net
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যাওয়া ইরানের কূটনীতিকদের সেখানকার কস্টকো ও অন্যান্য সুপারস্টোর থেকে বিলাসবহুল পণ্য কেনাকাটার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগটের বরাত দিয়ে আজ সিএনএন এ তথ্য জানায়।
এক বার্তায় তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের যোগ দেওয়া ইরানি কর্মকর্তারা নিউইয়র্কে তাদের থাকার জায়গা থেকে শুধুমাত্র জাতিসংঘ সদরদপ্তরের আশেপাশের এলাকায় চলাচল করতে পারবে।
মার্কিন সরকার এর আগেও ইরানি প্রতিনিধি দলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়।