থাইল্যান্ডের কোহ কুড এক গোপন স্বর্গ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

ভ্রমণপিয়াসিদের কাছে অজানাকে জানতে চাওয়ার একটা তীব্র ইচ্ছা কাজ করে। এমন কোথাও যাওয়ার নেশা কাজ করে, যেখানে আগে কেউ যায়নি বা খুব কম মানুষ গেছে। ভ্রমণের জন্য থাইল্যান্ড জনপ্রিয় একটি গন্তব্য। সবুজে ঘেরা প্রকৃতি, স্বর্গীয় সৈকত এবং জিবে জল আনা খাবারের জন্য বিশ্বজুড়ে এর খ্যাতি বেড়েই চলেছে। অনেক ভিড়ের মধ্যেও একটু নির্জনতা যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য থাইল্যান্ডের এক নতুন ঠিকানা হতে পারে কোহ কুড দ্বীপ। থাইল্যান্ডের এই গোপন স্বর্গে একবার ঘুরে এলে আপনি হয়তো বারবার ফিরে যেতে চাইবেন। ২০১৪ সালে ‘দ্য গার্ডিয়ান’ কোহ কুডকে আখ্যা দিয়েছিল ‘থাইল্যান্ডের শেষ অক্ষত দ্বীপ’ হিসেবে।


গোপন দ্বীপ কোহ কুড


থাইল্যান্ডের চতুর্থ বৃহত্তম দ্বীপ কোহ কুড। এটি ব্যাংককের দক্ষিণ-পূর্বে কম্বোডিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। এই বুনো ও নির্জন দ্বীপ এখনো অতিরিক্ত পর্যটনের প্রভাব থেকে অনেকটা মুক্ত। ঘন জঙ্গল ও ঢেউখেলানো পাহাড়ঘেরা শান্ত সমাহিত দ্বীপ এটি। এর স্বচ্ছ পানির ধারে বিস্তৃত সাদা বালুর সৈকত যেকোনো পর্যটকের মন জয় করে নিতে সক্ষম। যাঁরা ফুকেট বা কোহ সামুইয়ের ভিড় থেকে দূরে কিছু সময় কাটাতে চান, তাঁদের জন্য এটি আদর্শ এক গন্তব্য। নারকেলগাছের ছায়া, সাদা বালুর সৈকত, গরম ও স্বচ্ছ সমুদ্রের পানি, বানর ও রঙিন পাখি, গর্জন করা ঝরে পড়া ঝরনা—সব মিলিয়ে এক স্বপ্নের জায়গা। এখানে গাড়ির চলাচল প্রায় নেই, তাই স্কুটারই ভরসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও