You have reached your daily news limit

Please log in to continue


ওপেনএআইতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ এনভিডিয়ার

চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি বলেছে, এআই চালাতে অনেক বেশি কম্পিউটিং শক্তির দরকার। এ শক্তি আসে বিশেষ ধরনের চিপ থেকে, যেগুলো খুব দ্রুত ও জটিল হিসাব করতে পারে। এআইকেন্দ্রীক চিপ বানায় তারা, আর এখানে এআইনির্ভর সমাধানে বিশেষজ্ঞ কোম্পানি হচ্ছে ওপেনএআই।

তাদের এ উদ্যোগকে ‘কৌশলগত পার্টনারশিপ’ হিসেবে বর্ণনা করেছে এনভিডিয়া। বৈশ্বিক এআই প্রতিযোগিতায় দুটি শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানির সর্বশেষ পদক্ষেপ এটি, যেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন