চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি বলেছে, এআই চালাতে অনেক বেশি কম্পিউটিং শক্তির দরকার। এ শক্তি আসে বিশেষ ধরনের চিপ থেকে, যেগুলো খুব দ্রুত ও জটিল হিসাব করতে পারে। এআইকেন্দ্রীক চিপ বানায় তারা, আর এখানে এআইনির্ভর সমাধানে বিশেষজ্ঞ কোম্পানি হচ্ছে ওপেনএআই।
তাদের এ উদ্যোগকে ‘কৌশলগত পার্টনারশিপ’ হিসেবে বর্ণনা করেছে এনভিডিয়া। বৈশ্বিক এআই প্রতিযোগিতায় দুটি শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানির সর্বশেষ পদক্ষেপ এটি, যেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনও।