You have reached your daily news limit

Please log in to continue


শুরুতেই তফসিলের বরখেলাপ, বিসিবি নির্বাচন ঘিরে অনিশ্চয়তা

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শুরু হওয়ার কথা ছিল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু পৌনে সাতটার দিকে পরিচালকদের জানানো হয়, সভাটি শুরু হবে রাত সাড়ে ৯টায়। স্রেফ অল্প সময়ের কিছু আনুষ্ঠানিক আলোচনা হওয়ার কথা থাকলেও সেই সভা শেষ হলো প্রায় মধ্যরাতে। এরপর জানানো হলো, সভার মূল যে উদ্দেশ্য, বিসিবি নির্বাচনের কাউন্সিলর বা ভোটার তালিকার খসড়া অনুমোদন, সেটি হয়নি এ দিনও!

দুই দফা বাড়িয়ে কাউন্সিলর চূড়ান্ত করার শেষ সময় নির্ধারিত হয়েছিল সোমবার সন্ধ্যা ৬টা। নির্বাচনের তফসিল ঘোষণায় জানানো হয়েছিল, বোর্ড সভায় অনুমোদনের পর সোমবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। তফসিলের বরখেলাপ তাই হয়ে গেল শুরুতেই।

এর আগেও দিনজুড়ে নির্বাচন ঘিরে হয়েছে নানা নাটক। কাউন্সিলরদের নাম পাঠাতে দ্বিতীয় দফায় সময় বৃদ্ধি করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্বাক্ষরিত যে চিঠি গত বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়, সেটি স্থগিত করে দেন হাই কোর্ট। এই চিঠির কার্যকারিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রাজবাড়ির কাউন্সিলর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম। তবে ঘণ্টা দেড়েক পরই হাইকোর্টের এই আদেশ আগামী রোববার পর্যন্ত স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন