You have reached your daily news limit

Please log in to continue


টেকসই ও নিশ্ছিদ্র নিরাপত্তা পেতে হলে অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে হবে

ড. সাজ্জাদ মোহাম্মদ জসীমউদ্দীন ফ্রান্সভিত্তিক কেজ বিজনেস স্কুলের সিনিয়র অধ্যাপক এবং জিওপলিটিকস ল্যাবের প্রধান। এর আগে তিনি অ্যাবেরিস্টউইথ ইউনিভার্সিটি (যুক্তরাজ্য), সাউদাম্পটন ইউনিভার্সিটি (যুক্তরাজ্য), কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি (সৌদি আরব) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদে স্নাতকোত্তর শেষে কেমব্রিজ ইউনিভার্সিটি (ট্রিনিটি কলেজ) থেকে এমফিল এবং সাউদাম্পটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। আন্তর্জাতিক ব্যবসা, জ্ঞান ব্যবস্থাপনা, প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন, সিএসআর ও ভূরাজনীতিতে তার বিশেষ আগ্রহ রয়েছে। ভূরাজনীতি ও আন্তর্জাতিক রাজনীতির নানা বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম

বাংলাদেশের জন্য সামনের দিনগুলোয় সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি কোনটি? সামরিক, সাইবার নাকি অর্থনৈতিক?

অবশ্যই অর্থনৈতিক। বর্তমান বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিমান রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে। এর বড় উদাহরণ যুক্তরাষ্ট্র। দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হলেও বর্তমানে অর্থনৈতিকভাবে কিছুটা চ্যালেঞ্জের মুখে থাকায় বাণিজ্য ও শুল্ককে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ থেকে বোঝা যায়, বাংলাদেশের নিরাপত্তার মূল ভিত্তি হলো অর্থনৈতিক স্বাবলম্বিতা ও টেকসই প্রবৃদ্ধি। সামরিক বা সাইবার হুমকি ব্যবস্থাপনাযোগ্য। প্রয়োজনীয় সম্পদ থাকলে এগুলো মোকাবেলা করা সম্ভব। আমি গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর উদাহরণ দিয়ে একটি মডেলে দেখিয়েছি যে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে প্রতিরক্ষা বাজেটও শক্তিশালী হয়। আর পর্যাপ্ত প্রতিরক্ষা বাজেট থাকলে সামরিক বা সাইবার—উভয় খাতের নিরাপত্তাই নিশ্চিত করা সহজ হয়। সুতরাং একটি দেশের টেকসই ও নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সবচেয়ে নির্ধারক নিয়ামক হলো অর্থনৈতিক মুক্তি অর্জন এবং পণ্যের বৈচিত্র্যায়ণের মাধ্যমে সার্বিক অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন