অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-কর্মচারীর জন্য চালু হলো চ্যাটজিপিটি এডু
বণিক বার্তা
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭
যুক্তরাজ্যের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড সব শিক্ষার্থী ও কর্মচারীর জন্য চ্যাটজিপিটি এডুতে প্রবেশাধিকার দিচ্ছে। চ্যাটজিপিটি এডু মূলত শিক্ষার উদ্দেশ্যে তৈরি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা টুল। এক বছরের সফল পরীক্ষা-নিরীক্ষার পর এখন প্লাটফর্মটি বড় পরিসরে চালু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চলমান ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় উদ্যোগটিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন প্রো-ভাইস চ্যান্সেলর ফর ডিজিটাল প্রফেসর অ্যান ট্রেফেথেন। উল্লেখ্য, গত মার্চে অক্সফোর্ড ও ওপেনএআই পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছিল। বিবিসি
- ট্যাগ:
- প্রযুক্তি
- চ্যাটজিপিটি