লিভারের স্বাস্থ্য ভালো না থাকলে ত্বক বা চোখে হলদে ভাব দেখা যায়। এছাড়া ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ।
● লিভারের স্বাস্থ্য ভালো না থাকলে ত্বক বা চোখে হলদে ভাব দেখা যায়। এছাড়া ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ। যখন লোহিত রক্তকণিকা থেকে বিলিরুবিন নামে একটি হলুদ পদার্থের অত্যধিক পরিমাণ তৈরি হয়, তখন এ সমস্যা দেখা দেয়।
● অতিরিক্ত পেট খারাপের সমস্যাও লিভার রোগের লক্ষণ। লিভার সমস্যার কারণে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে গেলে পেট খারাপ ও বমি বমি ভাব এবং বমি হতে পারে। লিভার ফেইলিউরের ক্ষেত্রে বমি বা মলের সঙ্গেও রক্ত পড়তে পারে।