
টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, জনজীবনে ভোগান্তি
ডেইলি স্টার
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০
ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ ভোর ৫টা ৪৫ মিনিট থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি সকাল ৭টা পর্যন্ত অব্যাহত ছিল। এরপর সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মনিপুরীপাড়া, নিউ মার্কেট, আসাদগেট, জিগাতলা ও খিলখেত এলাকায় রাস্তায় পানি জমে যায়। এতে যানজটে ভোগান্তি বাড়ে।
কোথাও কোথাও হাঁটু সমান পানি দেখা গেছে। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিল এলাকায় আবার কোমরসমান পানি জমেছে কোথাও কোথাও।