You have reached your daily news limit

Please log in to continue


পাকস্থলীর ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো জেনে নিন

বুকজ্বলা, গ্যাস এবং পেট ফাঁপা প্রায় বাড়িতেই নিত্যদিনের কথা হয়ে দাঁড়িয়েছে। রাতের বেলায় মসলাদার খাবার, অনিয়মিত খাওয়া, এমনকী মানসিক চাপ সহজেই এগুলোকে বাড়িয়ে দিতে পারে। কিন্তু এখানে লুকানো বিপদ থেকে যেতে পারে। কখনও কখনও যা সাধারণ হজমের অস্বস্তির মতো মনে হয়, তা আসলে পাকস্থলীর ক্যান্সারের মতো আরও গুরুতর কিছুর প্রাথমিক সতর্কতা সংকেত হতে পারে। জটিল অংশটি হলো যে প্রাথমিক পর্যায়ে পাকস্থলীর ক্যান্সারের লক্ষণগুলো আলাদা করে চোখে পড়ে না। যার ফলে পার্থক্যটি বোঝা কঠিন হয়ে পড়ে। চলুন জেনে নেওয়া যাক এমন পাকস্থলীর ক্যান্সারের ৫টি লক্ষণ সম্পর্কে, যেগুলো বেশিরভাগ সময়েই দৃষ্টি এড়িয়ে যায়-

হালকা খাবারের পরেও ভারী বোধ

অতিরিক্ত খাওয়ার পরে ভারী বোধ করা স্বাভাবিক, তবে খাবার খেলেও পেট ভারী বোধ হলে সতর্ক হোন। হতে পারে তা পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ। টিউমার পেটের ভিতরে জায়গা দখল করতে শুরু করে এর ক্ষমতা সীমিত করার কারণে এমনটা ঘটে। ধীরে ধীরে এই অস্বাভাবিকতা খাবার গ্রহণ কমিয়ে দিতে পারে এবং ওজন দ্রুত কমিয়ে দেয়। যা সাধারণ অ্যাসিডিটিতে খুব কমই দেখা যায়।

ছড়িয়ে পড়া ব্যথা

বুকজ্বলা হলে সাধারণত বুকে বা পেটের উপরের অংশে জ্বালাপোড়ার কারণ হয়। তবে পাকস্থলীর ক্যান্সারে অস্বস্তি ভিন্ন রকমের অনুভূত হতে পারে। এটি পিঠের দিকে ছড়িয়ে পড়তে পারে অথবা তীব্র জ্বালাপোড়ার পরিবর্তে নিস্তেজ, যন্ত্রণাদায়ক ব্যথা হিসেবে স্থায়ী হতে পারে। এই ব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষা করা হয়, মানুষ ধরে নেয় এটি গ্যাস্ট্রাইটিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন