শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 'পোষ্য কোটা' পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। গত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
গতকাল শনিবার দিনভর দফায় দফায় বিক্ষোভ, উপাচার্যের বাসভবন ঘেরাও এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ক্যাম্পাস উত্তাল ছিল। উদ্ভূত পরিস্থিতিতে আজ জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার ২১ সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।'
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির সুযোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা চালু ছিল। এ নিয়মের আওতায় প্রতিটি বিভাগে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ দুজন শিক্ষার্থী ভর্তি হতে পারেন।
পোষ্য কোটা স্থগিতের ঘোষণা আসার আগমুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে ছিলেন। গতকাল রাত ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে রাত একটা পর্যন্ত। বিকেলে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির পর থেকে বিক্ষোভ আরও জোরালো হয়।