রাকসু নির্বাচনের প্রচারের মধ্যে ‘পোষ্য কোটা’ নিয়ে আন্দোলন, তার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ সময় কয়েকজন আহত হন।
এর পর থেকে জুবেরী ভবনে উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদসহ কয়েকজন কর্মকর্তাকে আটকে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় জুবেরী ভবনের সামনে ইসলামী ছাত্রশিবির, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী মিলিয়ে দুই হাজারের মত লোকজন জড়ো হন। ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা জুবেরী ভবনের ভিতরেও মাঠে তারা আলোচনা করেন।