শ্রমিকের পাওনা পরিশোধে সম্পত্তি বিক্রি করতে রাজি নাসা গ্রুপ। সরকারের দেওয়া সময়সীমার মধ্যেই নাসা গ্রুপ তার সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে। কোন কোন সম্পত্তি বিক্রি করবে গ্রুপটি, তা–ও জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পত্তি বিক্রির জন্য গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পাওয়ার অব অ্যাটর্নি–বিষয়ক নথিতে আজ স্বাক্ষর করেছেন। নাসা গ্রুপ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে।
যেসব সম্পত্তি বিক্রি হবে, সেগুলো হচ্ছে গুলশান ৭ নম্বর রোডের ৬ নম্বর প্লট, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও ৭ তলা ভবন, নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি এবং প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের প্লট।