
পোস্টাল ভোটিং: অ্যাপে নিবন্ধন কীভাবে, কাজ কী ৩ খামের
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে চাইলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধন শেষে প্রবাসীদের ঠিকানায় ‘বড় খামে’ পৌঁছে যাবে ব্যালট পেপার। প্রতীক বরাদ্দের পর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ডাকঘরে ফেললে তা ফেরত আসবে রিটার্নিং কর্মকর্তার কাছে।
ফলে এই অ্যাপ কবে উদ্বোধন হবে, নিবন্ধন কীভাবে করা যাবে, নিবন্ধনের পর কীভাবে ভোট দিতে হবে, ব্যালট পেপার কীভাবে পৌঁছাবে, কীভাবে ফেরত আসবে— এ ধরনের নানা জিজ্ঞাসা সামনে আসছে।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হওয়ার কথা রয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনি আইন সংস্কারের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার বিষয়টি যুক্ত করে সরকারের কাছে পাঠিয়েছে কমিশন। পোস্টাল ব্যালটের প্রচারও শুরু হয়েছে প্রবাসে।
গেল রোববার মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে মত বিনিময়কালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ব্যালট কোথায় যাচ্ছে, তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন ভোটাররা।