জীবিকার তাগিদে তিন মাস আগে দালালের মাধ্যমে ইরাকে গিয়েছিলেন রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আজাদ খান (৪৭)। সেখানে গিয়ে তিনি গত এক সপ্তাহ আগে মর্মান্তিক হত্যার শিকার হন বলে তার পরিবার থেকে জানানো হয়েছে।
নিহত আজাদ খান জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।
আজাদের পরিবার সূত্রে জানা গেছে, তিন মাস আগে আজাদ ধার দেনা করে দালালের মাধ্যমে ইরাক যান। এক সপ্তাহ আগে ইরাকের বাগদাদ শহর থেকে তিনি নিখোঁজ হন। ১৮ বৃহস্পতিবার রাতে লিটন নামে অপর এক ইরাক প্রবাসী ফোন করে আজাদের পরিবারকে জানান, আজাদকে হত্যা করে তিন টুকরো করে লাশ বস্তায় ভরে ময়লার ভাগারে ফেলে রাখা হয়েছে। শহরের পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে লাশের দুর্গন্ধ পায়। এ সময় তারা বস্তার মুখ খুলে দেখে মানুষের লাশ। তখন তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নেয়।