আশি ছুঁই ছুঁই বয়সে এসেও ষাটের দশকের অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দার ব্যস্ততার শেষ নেই। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জীবন থেকে নিজেকে দূরে রেখে রান্না করা, বাগান করা, ঘর গোছানোসহ সংসারের শতকাজের ব্যস্ততায় ডুবে থাকেন তিনি।
গ্লিটজকে দেওয়া সাক্ষাৎকারে সুচন্দা বলেছেন, তিনি ‘ভালো আছেন, আনন্দে আছেন’।
কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের অমর র্কীতি ‘জীবন থেকে নেয়া’ সিনেমার এই অভিনেত্রীর ৭৮তম জন্মবার্ষিকীর আগে তার সঙ্গে গ্লিটজের কথা হয় বুধবার রাতে।
কথার শুরুতেই তিনি শর্ত জুড়ে দিলেন, “জন্মবার্ষিকীর দিনটা যেহেতু মনে রেখেছ, এই দিনটা নিয়েই গল্প কর। অন্যদিন অন্যান্য সব কিছু বিষয় নিয়ে কথা বলব।”
তাই বর্ষীয়ান এই অভিনেত্রীর এবারের আলাপচারিতা সীমাবদ্ধ থেকেছে জন্মদিন ঘিরে। কীভাবে এখন জন্মদিন পালন করা হয়, ছেলেবেলায় এই দিনটিতে কী কী করা হত, সে সব নিয়ে মন খুলে বলেছেন সুচন্দা।
তার কথায়, এখনকার জন্মদিন বেশি আনন্দের, কারণ এখন এই আয়োজন করে তার নাতি-নাতনিরা। আর তাদের সংস্পর্শে এসে তারও ‘বয়স কমে যায়’।
১৯৪৭ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম নেওয়া সূচন্দার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিলে কলেজে পড়ার সময়। সুভাস দত্তের 'কাগজের নৌকা' দিয়ে অভিনয় জীবন শুরু।