ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি নতুন অ্যাপ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটারসহ দেশের অভ্যন্তরে ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা নাগরিকরা ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব জানান, শুধু নিবন্ধিত প্রবাসীরাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে, যার নাম হবে ‘পোস্টাল ভোট বিডি’। প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।