You have reached your daily news limit

Please log in to continue


দুবাইয়ে বিমান আটকা ২৬ ঘণ্টা, যাত্রীদের ভোগান্তি

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আর্ন্তজাতিক বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি আকাশে উড়তে পারেনি ২৬ ঘণ্টা পরও।

বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটির ১৭৮ জন যাত্রী নিয়ে সিলেট হয়ে ঢাকায় পৌঁছানোর কথা। কিন্তু তিন দফা ফ্লাইট শিডিউল বদলেও সমস্যার সমাধান না হওয়ায় বিমানবন্দরে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

বিমানের উড়োজাহাজটি ঢাকা থেকে দুবাই পৌঁছায় মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ১১ মিনিটে। সেখান থেকে ফিরতি যাত্রায় রওনা হওয়ার কথা ছিল রাত ১২টা ৫ মিনিটে। ফ্লাইট বিজি-২৪৮ এর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা ৫ মিনিটে।

বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা জানান, নির্ধারিত সময়ে যাত্রীদের উড়োজাহাজে ওঠানোর পর যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। ফলে দুবাই বিমানবন্দরে গ্রাউন্ডেড হয়ে থাকে বোয়িংয়ের ড্রিমলাইনার।

আটকে পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয় এবং ভিসাজনিত সমস্যার কারণে বাকি তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করার কথাও বলেন সাকিয়া সুলতানা।

এর মধ্যে বিমানের আরেকটি ফ্লাইট প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে দুবাই পৌঁছায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে। যাত্রীদের জানানো হয়, মেরামত শেষে রাত দেড়টায় ফ্লাইট ছাড়বে। সেজন্য যাত্রীদের রাত ৯টায় হোটেল থেকে বিমানবন্দরে নিয়ে আসা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন