
রূপচর্চায় লবণের রহস্য, জানলে অবাক হবেন
রূপচর্চায় লবণের ব্যবহারে ত্বক হবে সুন্দর। তবে সাধারণ লবণ নয়, সেটি হতে হবে হিমালয়ান পিঙ্ক সল্ট। প্রাকৃতিকভাবে গোলাপি রঙের এই লবণ হিমালয় পর্বতের পাদদেশে পাওয়া যায় বলে একে হিমালয়ান পিঙ্ক সল্ট বলা হয়। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এটি বেশ কার্যকরী।
আসুন জেনে নিই, পিঙ্ক সল্ট ব্যবহারে ত্বকের কী কী উপকার পাওয়া যেতে পারে—
১. ত্বকের বলিরেখা দূর হবে
ত্বকের যত্নের রুটিনে টোনারের ভূমিকা গুরুত্বপূর্ণ। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে টোনার তৈরি করতে পারেন। টোনার বানানোর জন্য আধা কাপ পানিতে আধা চা চামচ পিঙ্ক সল্ট, ১ চা চামচ নারিকেল তেল ও ২ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার একটি স্প্রে বোতল পরিষ্কার করে তাতে টোনারটি ঢেলে ব্যবহার করুন। এই টোনার ত্বককে টানটান করে বলিরেখা দূর করতে সাহায্য করবে।
২. ত্বকের উজ্জ্বলতা বাড়বে
এক চা চামচের চার ভাগের এক ভাগ হিমালয়ান পিঙ্ক সল্ট সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি দিয়ে মুখ ধুলেই ত্বক উজ্জ্বল হবে ও লাবণ্য ফিরে পাবে। এছাড়াও, সপ্তাহে দুই দিন ব্যবহারে রুক্ষ ও শুষ্ক ত্বকে প্রাণ ফিরে আসে।
- ট্যাগ:
- লাইফ
- রূপচর্চা
- হিমালয়ান লবণ