
তুমি আমাদের ছেড়ে চলে গেলে : সৃজিত
যুগান্তর
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭
টলিউড ইন্ডাস্ট্রিকে একের পর এক অন্যধারার সিনেমা উপহার দিয়ে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। একের পর এক ভিন্ন ধারার সিনেমা উপহার দিয়ে চলেছেন দর্শকদের। জীবনের সমস্ত সাফল্যের মাঝেও আর পাঁচটা সন্তানের মতোই বাবার কথা ভীষণই মনে পড়ে এ পরিচালকের।
তার পরিচালিত ছবি দেখলে কতটা খুশি হতেন তার বাবা, প্রশ্ন জাগে নিজের মধ্যেই। বাবার জন্মদিনে আবেগঘন একটি পোস্টে সেই কথাই তুলে ধরেছেন সৃজিত।
‘এক যে ছিল রাজা’ ছবিটি মুক্তির পরে বাবাকে হারিয়েছিলেন সৃজিত। বাবার একটি পুরোনো ছবি পোস্ট করে জন্মদিনে সৃজিত লেখেন, ‘এক যে ছিল রাজা মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে।’
সৃজিত আরও লিখেছেন, ‘তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছো। কয়েক বছরের মধ্যে এর উত্তর জানব। আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই আপাতত শুভ জন্মদিন।’