রান্নাঘরের টাইলস পরিষ্কারের সহজ উপায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

নিয়মিত রান্নাঘরের টাইলসের ব্যবহারে চকচকে ভাব নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় টাইলসের মাঝের অংশে ময়লা জমে। প্রতিদিন ভালো করে মুছলেও এই জমে থাকা ময়লা সহজে দূর করা যায় না। তবে কঠিন দাগছোপ পরিষ্কার করতে হাতের কাছে থাকা ঘরোয়া জিসিনপত্র ব্যবহার করতে পারেন। এতে খুব সহজে রান্নাঘরের টাইলস পরিষ্কার করতে পারবেন।


আসুন জেনে নেওয়া যাক রান্নাঘরের টাইলস সহজে কীভাবে পরিষ্কার করবেন-


বাসন মাজার সাবান দিয়ে


রান্নাঘরের টাইলসে লালচে বা গোলাপি বর্ণের দাগগুলো ডিশ ওয়াশিং সোপ দিয়ে ঘষামাজা করলে উঠে যাবে। খুব বেশি ঘষামাজা করতে হবে না। তবে কঠিন দাগ তুলতে হলে অবশ্যই চিকন ব্রাশ ব্যবহার করতে হবে।


ভিনিগারের ব্যবহার


এক বালতি পানির সঙ্গে দুই কাপ ভিনিগার মিশিয়ে রান্নাঘরের মেঝে মুছে নিলে দাগ দূর হবার পাশাপাশি টাইলসের জীবাণুও ধ্বংস হবে। এছাড়া ১ টেবিল চামচ সাদা ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে টাইলসের উপরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঘষে ঘষে মুছে ফেলুন। এতে করে টাইলসে পানির দাগ তাড়াতাড়ি পরিষ্কার হবে।


ব্লিচিং পাউডার


অনেক দিনের জমে থাকা তেল পরিষ্কার করতে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। অল্প ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে টাইলসে লাগিয়ে নিন। তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্লিচ ব্যবহার করার আগে অবশ্যই গ্লাভস পরবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও