
একজন নারীর জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক নারীর স্বপ্ন ও সংগ্রামের গল্প নিয়ে আসছে ‘বাড়ির নাম শাহানা’। সিনেমাটির মূল চরিত্র দীপা—নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া এক তরুণী, যাকে পরিবারের চাপে ইংল্যান্ডপ্রবাসী এক বিপত্নীকের সঙ্গে ট্রাঙ্ক কলে বিয়ে করতে হয়। ভাগ্যের অজানা পথে লন্ডনে গিয়ে দীপা কি একা সামলাতে পারবে কঠিন বাস্তবতা—এই প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে।
লীসা গাজীর পরিচালনায় এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ। আগামী ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে ‘বাড়ির নাম শাহানা’।
২০২৩ সালে ভারতের মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম ক্রিটিকস গিল্ড থেকে জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড জিতেছে। লন্ডনের বিএফআই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পছন্দের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে। ২০২৪ সালে রোম কারাভান ফিল্ম ফেস্টিভ্যালে ও একই পুরস্কার পেয়েছে। এছাড়া মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম হিসেবে মনোনীত হয়েছে এবং শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রানার–আপ জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২০২১ সালে ভারতের এনএফডিসি ফিল্ম বাজারে এফবিআর উইনার খেতাবও পেয়েছিল সিনেমাটি। এরই মধ্যে চ্যানেল–৪ ইউকে দুই বছরের জন্য সিনেমাটির সম্প্রচার অধিকার কিনে নিয়েছে।