বিএনপিতে ত্রিমুখী বিভক্তি, জামায়াতের বিকল্প মিশন

যুগান্তর কুমিল্লা জেলা প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫

কুমিল্লার দেবিদ্বারে আলোচনায় জামায়াতে ইসলামীর বিকল্প মিশন। এবার এ সংসদীয় আসনে বিএনপির ভোট ব্যাংকে হানা দিতে মরিয়া হয়ে মাঠে নেমেছে দলের নেতাকর্মীরা। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করছেন। তাদের টার্গেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সহিদকে বিজয়ী করা। এদিকে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা গ্রুপিং দ্বন্দ্ব আর সভা-সমাবেশে ব্যস্ত থাকলেও জামায়াতের নেতাকর্মীরা হাঁটছেন এর বিপরীতে। তারা সাধারণ ভোটারদের সঙ্গে সেতুবন্ধন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। এতে এ উপজেলায় সাংগঠনিকভাবে দল শক্তিশালী হচ্ছে। এ আসনে তারা চমক দেখাতে চান।


খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সহিদকে মনোনয়ন দিয়েছে। তরুণ প্রার্থী সহিদ ছাত্রনেতা থেকে জনপ্রতিনিধি হয়েছেন। আওয়ামী লীগের দুর্দান্ত ক্ষমতার সময়ও তিনি বিপুল ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


দলীয় সূত্র জানায়, সহিদের ব্যক্তি জনপ্রিয়তার সঙ্গে সাংগঠনিক জনপ্রিয়তাকে যুক্ত করে এবার এ আসনে জামায়াত বিজয়ী হতে চায়। সে লক্ষ্যে দল নানামুখী তৎপরতা চালাচ্ছে। দলের অঙ্গ সংগঠন ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ, ওলামা দল, ব্যবসায়ী সংগঠন, ছাত্রী সংস্থা এবং মহিলা সংগঠনের নেতাকর্মীদের ব্লক ভাগ করে দেওয়া হয়েছে। এসব নেতাকর্মী দলে দলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটের প্রতিশ্রুতি আদায় করছেন। গ্রামে গ্রামে উঠান বৈঠক মতবিনিময়, ওয়াজ নসিহত এবং ইসলামিক সংগীত শুনিয়ে তারা ভোটারদের আকৃষ্ট করছেন। এতে দলের ভোট ব্যাংকে তারল্য বাড়ছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও