You have reached your daily news limit

Please log in to continue


সুপার ফোরে যাওয়ার যে সমীকরণের সামনে বাংলাদেশ

ম্যাচ জেতানো ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলে আসা তানজিদ হাসান তামিমকে সমীকরণ নিয়ে জিজ্ঞেস করতেই বললেন, 'মাত্র তো খেলা শেষ হলো। এখনো দেখিনি, দেখতে হবে।'  আফগানিস্তানের সঙ্গে ছিলো বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে আপাতত হাসি চওড়া করেছেন লিটন দাসরা। টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ দারুণ জয়ে টিকে আছে টুর্নামেন্টে। তবে টিকে থাকলেও পরের পর্বে যাওয়া নির্ভর করছে বেশ কিছু যদি, কিন্তুর উপর।

'বি' গ্রুপে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের সবগুলো ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে লিটনদের নেট রানরেট -০.২৭০। লঙ্কানরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে +১.৫৪৬ রান রেট নিয়ে।

এই গ্রুপে তিনে থাকা আফগানিস্তানের পয়েন্ট দুই আর রানরেট +২.১৫০।  এখন এই তিনটি দলেরই আছে সুপার ফোরে যাওয়ার।  বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে শ্রীলঙ্কার জয়। এই গ্রুপের শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ লঙ্কানদের সঙ্গে ঠাঁই পাবে সুপার ফোরে। কিন্তু আফগানিস্তান জিতে গেলেই হিসেব হয়ে যাবে কঠিন। তখন অনেক কঠিন হিসেব মিলতে হবে।

এই গ্রুপে এখনো সবচেয়ে ভালো রানরেট আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে যেকোনো ব্যবধানে তারা হারালেই নিশ্চিত করবে সুপার ফোর। তবে বাংলাদেশকে যদি লঙ্কানদের টপকে যেতে হয় নেট রানরেটে তবে রশিদ খানদের চাই বড় ব্যবধানের জয়। আফগানিস্তান যদি আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৬৫ বা তারচেয়ে বড় ব্যবধানে হারায় তাহলে আফগানিস্তানের সঙ্গে সেরা চারে উঠবে লাল সবুজের প্রতিনিধিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন