দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে দিলেন রাশিদ খান। ব্যাটের কানায় লেগে বল গেল শর্ট থার্ড ম্যানে। ফিল্ডার তাসকিন আহমেদ ক্যাচ নিয়েই হুঙ্কার ছুড়লেন। লিটন দাসের মুখে ফুটে উঠল চওড়া হাসি। রাশিদ তখন হতাশায় তাকিয়ে আকাশের দিকে। অধিনায়কের বিদায়ে শেষ হয়ে গেল আফগানিস্তানের শেষ আশা। বাংলাদেশের জয়ও কার্যত নিশ্চিত হয়ে গেল সেখানেই।


জয় ছাড়া এ দিন আর কোনো উপায় ছিল না বাংলাদেশের। ব্যাটিং ইনিংস শেষেও ছিল শঙ্কার দোলাচল। তবে দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে ৮ রানে জিতে এশিয়া কাপে টিকে রইল লিটন কুমার দাসের দল।


অবিশ্বাস্য হলেও সত্যি, টি-টোয়েন্টিতে দেশের বাইরে ষষ্ঠবারের চেষ্টায় আফগানদের প্রথম হারাতে পারল বাংলাদেশ।


জয়ের পরও অবশ্য শেষটায় মিশে থাকল একটু অস্বস্তি। ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে যাওয়ার পর তাসকিনের শেষ ওভারে নুর আহমেদের দুই ছক্কায় রান রেটে সমীকরণ আরেকটু কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য।


সুপার ফোর পর্বে খেলতে লিটনকে এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচে লঙ্কানরা জিতলে বাংলাদেশ কোনো হিসাব ছাড়াই পৌঁছে যাবে ‘সুপার ফোর’ পর্বে। আফগানরা জিতলেও বাংলাদেশের আশা টিকে থাকবে, তবে সেক্ষেত্রে লঙ্কানদের হারতে হবে বিশাল ব্যবধানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও