You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানের হুঁশিয়ারি : ইসরাইলকে ঠেকাতে এখনই বিশ্বকে ব্যবস্থা নিতে হবে

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, শুধু নিন্দা জানানো আর যথেষ্ট নয়, এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে ইসরাইলি আগ্রাসন থামাতে।


আরব গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দার বলেন, বিশ্বকে এখনই ’ইসরাইলকে থামাতে হবে’। তিনি সতর্ক করে দেন, লেবানন, সিরিয়া এবং সর্বশেষ কাতারে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ’পাকিস্তান কাতারের ওপর হামলাকে কঠোরভাবে নিন্দা জানায়… এটি একটি ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বে হামলা।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

গত সপ্তাহে কাতারে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যা করতে বিমান হামলা চালায় ইসরাইল। মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ হামলা ব্যাপক সমালোচিত হয়। দার বলেন, পাকিস্তান কাতারের পাশে দাঁড়িয়েছে এবং সোমালিয়ার সঙ্গে মিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তিনি দোহায় অনুষ্ঠিতব্য আরব-ইসলামিক জরুরি সম্মেলনের উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন