মডেল সানাই মাহবুব আদালতকে বলেছেন, স্বামী আবূ সালেহ মূসার সঙ্গে সংসার করতে তিনি রাজি, তবে সেজন্য তাকে শর্ত মানতে হবে।
“ও (মূসা) যদি সংসার করতে চায় আমি সংসার করব। তবে আমার ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে। স্বামীরা যেভাবে স্ত্রীকে দেখাশোনা করে সেভাবে আমাকে দেখভাল করতে হবে।”
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে এই শর্তের কথা তুলে ধরেন সানাই।