যৌথ মহড়ায় বেলারুশ-রাশিয়ার শক্তি প্রদর্শন, কী বার্তা পাচ্ছে ইউরোপ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪

বেলারুশের রাজধানী মিনস্ক থেকে ৭২ কিলোমিটার দূরে বিশাল মাঠে চলছে তুমুল লড়াই। সুখোই-৩৪ বোমারু বিমান থেকে গাইডেড বোমা ফেলা হচ্ছে, আকাশ ভরে যাচ্ছে ধোঁয়ায়।


চারপাশ কেঁপে উঠছে মর্টার ও কামানের গোলার শব্দে। হেলিকপ্টার গানশিপ আকাশ থেকে হামলায় যোগ দিচ্ছে, আর ড্রোন নজরদারি করছে ক্ষয়ক্ষতির। তবে এ সবই আসলে সামরিক মহড়া।


আন্তর্জাতিক গণমাধ্যমের কয়েকজন সাংবাদিককে বোরিসভস্কি প্রশিক্ষণ মাঠে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে রাশিয়া ও বেলারুশের সেনারা যৌথভাবে মহড়া চালাচ্ছে।


এটি “জাপাদ-২০২৫” (ওয়েস্ট ২০২৫) নামে পরিচিত বার্ষিক মহড়ার অংশ, যা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়।


২০২২ সালে এ মহড়ায় অংশ নিয়েছিল দুই লাখ সেনা, এ বছরের মহড়ায় সেনা সংখ্যা কম হলেও আয়োজন ছিল সমান জাঁকজমকপূর্ণ।


রাশিয়া ও বেলারুশ বলছে, এ মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক, যার উদ্দেশ্য নিজেদের নিরাপত্তা জোরদার করা এবং সম্ভাব্য বাইরের হুমকি মোকাবেলা করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও