ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাড়াবাড়ি রকমের আন্তরিকতার দৃশ্য দেখা গেল সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে। এই আয়োজন চীনের নেতৃত্বের সামর্থ্যের প্রদর্শন। কিন্তু চীনের পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে অনুষ্ঠিত সম্মেলনে ভারত ও চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আর দুই দেশের প্রতিযোগিতার প্রশ্ন খুব বেশি সমাধান হয়নি।
ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ক্রমে বেড়ে চলা দূরত্বের দিকে তীক্ষ্ণভাবে নজর রাখছে চীন। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক–আঘাত এবং ট্রাম্প ও তাঁর অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর ভারতবিরোধী তীব্র ও অবমাননাকর বক্তব্যের প্রেক্ষাপটে চীন কোনো সময় নষ্ট না করে ভারতের পাশে দাঁড়ায়। প্রেসিডেন্ট সি চিন পিং তিয়ানজিনে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান।