কিশোরগঞ্জের সাবেক সাংসদ ফজলুর রহমানের বাসার সামনে অশোভন স্লোগান দিয়ে আলোচনায় আসা তমা ফের আলোচনায় এসেছেন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়ে।
পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, বুধবার মধ্যরাতে (সোয়া ১টার দিকে) রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তমাসহ কয়েকজন নিজেদের সমন্বয়ক বলে পরিচয় দেন। তারা গার্মেন্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। রাতেই তাদের সাড়ে ৫ লাখ টাকা সংগ্রহ করে দেয় পরিবারটি। বাকি সাড়ে চার লাখ টাকা বিকাল ৪টার মধ্যে দিতে হবে বলে শাসিয়ে তারা ফজরের আজানের দিকে ওই বাসা থেকে চলে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার পরিবারটির তরফে উত্তরা পশ্চিম থানায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা দুজনকে আসামি করে মামলা করেন দেলোয়ার হোসেনের শ্যালক রিয়াজ উদ্দিন আহমেদ।