You have reached your daily news limit

Please log in to continue


তিন বছর পর পেনাল্টিতে ব্যর্থ মেসি, বড় হার মায়ামির

ম্যাচের তখন ৩২ মিনিট চলছে। লিওনেল মেসিকে ফাউল করায় ভিএআর দেখে পেনাল্টি দিলেন রেফারি। শট নিতে এগিয়ে গেলেন ইন্টার মায়ামি অধিনায়ক নিজেই। ধীরস্থিরভাবে এগিয়ে গিয়ে বাঁ পায়ে মাঝ বরাবর তুলে মারলেন তিনি আলতো করে। যেটিকে বলা হয় পানেনকা পেনাল্টি। কিন্তু গোলকিপার ক্রিস্তিয়ান কালিনা যেন পুরোপুরি বুঝে ফেলেছিলেন আগেই! কোনো পাশে ডাইভ না দিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন মাঝামাঝিই। ওই শটও তাই ধরে ফেললেন তিনি সহজেই!

ম্যাচ তখনও ছিল গোলশূন্য। পেনাল্টি ঠেকিয়ে উজ্জীবিত শার্লট এগিয়ে গেল মিনিট দুয়েকের মধ্যেই। সেটি কেবলই শুরু। প্রথম গোলটির পর দ্বিতীয়ার্ধে আরও দুবার জালের দেখা পেলেন ইদান তোকলোমাতি। শার্লটের কাছে উড়ে গেল মায়ামি।

মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারায় শার্লট এফসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন