
অবশেষে জাকসুর ভোট গণনা শেষ, এবার ফলের অপেক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হল ৪৫ ঘণ্টা পর।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ তথ্য জানান।
কখন ফল প্রকাশ করা হবে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, “গণনা তো শেষ হয়েছে। আনুষঙ্গিক কিছু কাজ আছে। সেগুলো সেরে শিগগিরই আমরা ফল ঘোষণা করতে পারব বলে আশা করছি।”
১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টায়। বিকাল ৫টার মধ্যে অধিকাংশ হলের ভোটগ্রহণ শেষ হলেও দু-তিনটি হলে ভোটারের দীর্ঘ লাইন থাকায় তা রাত সাড়ে ৭টা পর্যন্ত গড়ায়।
রাত ১০টার পরে কঠোর নিরাপত্তার মধ্যে সিনেট ভবনে শুরু হয় ভোট গণনার কাজ। নির্বাচন কমিশন বলেছে, এ নির্বাচনের ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।
মূল বিপত্তি ঘটেছে মাঝপথে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলের কারণে। জামায়াত সংশ্লিষ্ট এক কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনার অভিযোগ উঠলে নির্বাচন কমিশন ভোট গণনার কাজটি মেশিনের বদলে হাতে করার সিদ্ধান্ত নেয়। আর তা করতে গিয়েই লেজেগোবরে দশা।