
'নন্দিনী' পর্দায় এল শুটিংয়ের ছয় বছর পর
হার না মানা এক তরুণীর সংগ্রাম নিয়ে ছয় বছর আগে নির্মাণ হওয়া 'নন্দিনী' সিনেমা অবশেষে মুক্তি পেয়েছে।
সোয়াইবুর রহমান রাসেলের পরিচালনায় 'নন্দিনী' সিনেমা শুক্রবার ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
‘নন্দিনী’ সিনেমায় নাম ভূমিকায় আছেন ঢাকার অভিনেত্রী নাজিরা মৌ ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে এ সিনেমা নির্মাণ করেছেন রাসেল।
পরিচালক রাসেল জানিয়েছেন, ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা, মিরপুর শাখা, চট্টগ্রামের বালি আর্কেডে দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও যমুনা ব্লক বাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা হল, সৈনিক ক্লাব, পিলখানার বিজিবি অডিটরিয়াম, নিউ গুলশান ও দিয়াবাড়ীর ম্যাজিক মুভি থিয়েটারে চলছে 'নন্দিনী' সিনেমা।
ঢাকার বাইরের প্রেক্ষাগৃহের মধ্যে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স রাজশাহী, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, মমো ইন সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স, শ্রীপুরের চন্দ্রীমা ও গাজীপুরের বর্ষা সিনেমা হলে দেখা যাচ্ছে।
এছাড়াও ময়মনসিংহের ছায়াবানী, সিলেটের নন্দিতা, রাজশাহীর রাজতিলক, দিনাজপুরের মডার্ণ, বরিশালের অভিরুচি, কুলিয়ারচরের রাজ, মধুপুরের মাধবী সিনেপ্লেক্সে চলছে 'নন্দিনী' সিনেমা।