সরকারি প্রতিষ্ঠানের দশা, পাঁচ টাকা খরচে আয় এক টাকা

প্রথম আলো প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র সরকারি কাচ কারখানা উসমানিয়া গ্লাস শিট দুই বছর ধরে বন্ধ। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত কারখানাটি বন্ধ হওয়ার সময়; অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে এক টাকার পণ্য উৎপাদনে খরচ হয়েছে পাঁচ টাকা। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে এই খরচ আরও বেড়েছে।


কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ—এই ৯ মাসে কোম্পানিটির পণ্য বিক্রি করে আয় করেছে ২ লাখ ৩৪ হাজার টাকা। তার বিপরীতে খরচ হয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার টাকা। সেই হিসাবে প্রতি ১ টাকা আয় করতে কোম্পানির খরচ হয়েছে প্রায় ২০ টাকা। শুধু গত দুই অর্থবছর নয়, গত এক যুগে সরকারি এই কোম্পানি লাভের মুখ দেখেনি। কোম্পানিটি সর্বশেষ মুনাফা করেছিল ২০১৩-১৪ অর্থবছরে। ওই বছর প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকা মুনাফা করেছিল কোম্পানিটি। এর পর থেকে লোকসান গুনছে উসমানিয়া গ্লাস শিট। ২০২৩-২৪ অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ১২ কোটি টাকা।


কোম্পানির তথ্য অনুযায়ী, গত ২০২৩-২৪ অর্থবছরে ৫ লাখ ৮১ হাজার বর্গফুট কাচ উৎপাদিত হয়। ওই অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট ২ কোটি ২০ লাখ টাকার কাচ বিক্রি করেছে। অথচ এই অর্থবছরে প্রতিষ্ঠানটির খরচ ছিল ১০ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে আয়ের চেয়ে কোম্পানিটির খরচ পাঁচ গুণ বেশি; অর্থাৎ এক টাকা আয় করতে কোম্পানিটির খরচ পড়ছে পাঁচ টাকা।


করোনা মহামারির সময় ২০২০-২১ অর্থবছরে কারখানাটির উৎপাদন ছিল শূন্য। ওই বছর প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হয়েছে ১১ কোটি ৬০ লাখ টাকা। ২০১৩-১৪ অর্থবছরের পর ১০ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রতিবছর গড়ে ৮ কোটি ১৩ লাখ টাকা লোকসান গুনেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও